নতুন বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় রাজশাহী কলেজ 

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ নতুন বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী কলেজ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্ব এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
আনন্দ শোভাযাত্রা রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর আলুপট্টি ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা ইত্যাদি প্রদশর্ন করা হয়।
এবারের বর্ষবরণ অন্যবারের চেয়ে একটু আলাদা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন। ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদমুক্ত বর্ষবরণ উৎসবে মাতোয়ারা দেশবাসী। সেই ধারাবাহিকতায় নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের আনন্দ শোভাযাত্রায় রাজশাহী কলেজও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.