নগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে রাসিক মেয়র ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনে মাননীয় মেয়র মহোদয়ের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী মহানগরীর উন্নয়ন, শালবাগান মার্কেটসহ প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল গোফফার, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী আল মুতি সারাফুদ্দীন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.