নওহাটা পৌরসভার কমিউনিটি ক্লিনিকে মেয়রের গাউন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্ব কাঁপছে। চিকিৎসকরা চিকিৎিসা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছে। প্রতিদিন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।

এই অবস্থায় নওহাটা পৌরসভা এলাকার ৬টি কমিউনিটি ক্লিনিকের ডাক্তার ও কর্মচারীগণ নিরাপদে জনগণকে চিকিৎসা সেবা দিতে পারে তার জন্য নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন নিজ উদ্যোগে গাউন প্রদান করেন।

এসময়ে তিনি বলেন, নওহাটা পৌরসভায় দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই পৌরসভায় ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এখন সতর্ক থাকা ছাড়া কোন উপায় নাই।

প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাহিরে না যাওয়া, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা ও প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেন তিনি।

সেইসাথে ঠান্ডা জাতীয় খাবার ও পানিয় পান থেকে বিরত এবং সামাজিক দুরত্ব বজা রেখে চলার জন্য জনগনের প্রতি বিশেষ অনুরোধ করেন মেয়র।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ফজলুল করিম (বাবলুরাজশাহী। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.