নওগাঁয় ম্যারাথন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নওগাঁ প্রতিনিধি: ‘সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা’ স্লোগানে নওগাঁয় ম্যারাথন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের হোটেল আয়োজনে নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী ফোরাম ও উম্মে কুলসুম মেমোরিয়াল এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড।
এসময় প্রাক্তন ছাত্রী ফোরামের সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথী এর সভাপতিত্বে নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়াল রাসেল, ফোরামের সহ-সভাপতি নাহিদ নিগার তিন্নি, ইফেত বানু হাসি, যুগ্ম সম্পাদক হুমায়রা ঝিনুক ও সাবিনা ফেরদৌস সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফোরামের সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথী বলেন, এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করবে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) শহরের এটিম মাঠ থেকে সকাল সাড়ে ৮টায় নারী-পুরুষ পৃথক ১৩ মাইল ম্যারাথন হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.