নওগাঁয় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুর চুরিকাঘাতে বন্ধু রানা (২২) মৃত্যু হয়েছে। গুরত্বর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে হত্যকারী নওশাদ আলী (২৩) পলাতক রয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চকদেবপাড়া সরকারি কবরস্থানের পাশে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত রানা চকদেবপাড়া মহল্লার মানিক হোসেনের ছেলে। রানা আস্তান মোল্লা ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে অর্নাসে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। নওশাদ আলী শহরের খাঁস-নওগাঁ মহল্লার শহিদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে চকদেবপাড়া সরকারি কবরস্থানের ভীতরের মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে নওশাদ আলী শুক্রবার বেলা ১১টার দিকে কবরস্থানের দক্ষিণকোনে রানাকে একাপেয়ে ছুরি দিকে এলোপাতাড়ী আঘাত করে। আঘাতে রানার বাম হাতে রগ কেটে যায় এবং ডান পায়ের উরুতেও জখম হয়।

এ অবস্থা দেখে এক ভ্যান চালক ছুটে আসলে রানাকে ফেলে নওশাদ পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন রানাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সরকারী হাসপাতালে নেয়। অবস্থা গুরত্বর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনায় রানা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নওশাদ পলাতক রয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.