নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জন উৎসবে স্থানীয়রা পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। এ সময় রনিদের বহনকারী নৌকাটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় ও নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রনি। রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.