আইন-আদালতব্রেকিং নিউজরাজশাহী নওগাঁয় দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক By বার্তা কক্ষ On মে ১৫, ২০২৩ Share নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৫) কে আটক করেছে পুলিশ। রোরবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করা হয়। আটককৃত ওই দম্পতির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে। আজ সোমবার (১৫ মে) দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাণীনগর থানার (ওসি) আবুল কালাম আজাদ বিটিসি নিউজকে জানান, ওই দম্পতি নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়। আটককালে তাদের হেফাজতে বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত দুইজনের বিরুদ্ধে রাতেই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.