সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার কৃঞ্চনগর গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্র আঘাতে মহিলাসহ ৫ জনকে আহত করা হয়েছে।
২ ফেব্রুয়ারী রোববার সকাল ৯ টায় কৃঞ্চনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তালা উপজেলার ধানদিয়ার কৃঞ্চনগর গ্রামের মৃত সোহবান সরদারের ছেলে আতিয়ার, আতিয়ার ছেলে আলমগীর, জাহেদ আলী ছেলে টিক্কা, ও ইয়ার খানসহ অজ্ঞাত ৭/৮ জন ব্যক্তিরা বেআইনী ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই এলাকার মোহাম্মদ আলী খা জমিতে অনাধিকার প্রবেশ করে মোহাম্মদ আলী খা ছেলে জাকির হোসেন, জাকির হোসেন স্ত্রী রুমনা বেগম, ইসলাম গাজীর স্ত্রী সাফিয়া, মোহাম্মদ আলী খাল স্ত্রী হাসিনা বেগম, আমজেদ আলীর মেয়ে শিক্ষার্থী সুরাইয়া খাতুনকে বেদমমারপিট করে হাড় ভাঙা রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয়রা প্রতিপক্ষের হাত থেকে আহতদেরকে রক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকির হোসেন বলেন গাছকাটার বিষয় নিয়ে প্রতিপক্ষ আতিয়ার এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। ইতোমধ্যে ইউপি পরিষদ, থানায় কয়েকবার শালিস বৈঠক হলেও আতিয়ার গং শালিস বৈঠকে উপস্থিত হয়নি। আতিয়ার গং কোনো আইন ও শালিস বৈঠক মানে না।
রোববার অনুমান সকাল ৯ টার দিকে আতিয়ার গং দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমির উপর এসে আমাদের লাগানো গাছ কাটা বাঁধা দেয়। একপর্যায়ে আমাদেরকে বেদমমারপিট করে হাড় ভাঙা রক্তাক্ত জখম করে।
এসময় এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটকেলঘাটা থানায় এজাহার দায়ের করা প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.