বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরসহ দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা-উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেশ ব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ধর্ষকদের সর্বোচ্চ এবং প্রকাশ্যে শাস্তির দাবিসহ বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক সাকির আহম্মেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ন আহবায়ক মো:আকিব মিয়া, যুগ্ন আহবায়ক বাইজিদ ইসলাম জীবন, মো:মাহিন খান, খাদিজা খাতুন মিম।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারসহ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কঠোর হুশিয়ার দিয়ে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হলে আবারো রাজপথে কঠোর কর্মসূচী দেয়া হবে।
অন্যদিকে, জেলার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘আমার বোনের কান্না আর না আর না’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্নোগান দেন।
এতে বক্তব্য দেন, আল-বশরী সোহান, সাইমুন সাদাব, খাদিজা খাতুন মিম, মো:মাহিন খান ,মোঃ মাসিদুর রহমান ,মোহাম্মদ রাহাত আলী, স্টুডেন্ট এ্যসোসিয়েশনের শারমিন জান্নাত মিস্টি।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
এ সময় বিভিন্ন বিভাগের ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.