ধর্ষকের বিচারের দাবীতে সান্তাহারে প্রতিবাদ সমাবেশ মিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সারাদেশে অব্যাহত ধর্ষনের প্রতিবাদ ও বিচারের দাবীতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সান্তাহার শাখার উদ্যোগে রেলগেট স্বাধীনতা মঞ্চে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।
বেলা ১১ টায় স্বাধীনতা মঞ্চ থেকে প্রতিকী ধর্ষক সাজিয়ে তার কোমরে দড়ি লাগিয়ে ধর্ষকের বিরুদ্ধে নানা স্নোগানে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করা হয়। মিছিল শেষে সান্তাহার রেলগে চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তামজিদ, মোবারক হোসেন, আনাম, সুচনা, নেহা, খাতজাসহ অন্যান্য নেতৃবর্গ।
বক্তারা ধর্ষকের সর্বচ্চো শাস্তি ফাঁসি অথবা জনসম্মুখে পাথর ছুঁড়ে ধর্ষকের মৃত্যু নিশ্চিত করার দাবী জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.