মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। মাঠে নেমেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সমাজ তরুণ সেবক প্রভাষক রাসেল আল ইসলাম।
রবিবার সন্ধ্যায় তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি, হেড়মা ও পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও, বলইবুনিয়ার কালিকাবাড়ি বাজার, পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজার, নির্বাচনী প্রচারণা ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক রাসেল আল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবুল হাসান, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.