কলকাতা (ভারত) প্রতিনিধি: বছর দুই আগে কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলির বৈঠকে শহরে গাড়ি পার্কিং ফি বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু করোনা আবহে তা বাস্তবে রূপায়ণ করা হয় নি।
এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে তাই পুরসভা চাইছে নির্বাচন মিটে গেলেই বিজ্ঞপ্তি জারি করা হবে। পুরসভার এক আধিকারিকের কথায় প্রায় দশ বছর বাদে বাড়তে চলেছে এই ফি।
পুরসভা সূত্রে খবর-
আগের ভাড়া -বর্তমান ভাড়া-গাড়ি / ঘন্টা পাঁচ টাকা-দশ টাকা-দুই চাকা।
দশ টাকা- কুড়ি টাকা-চার চাকা।
কুড়ি টাকা- চল্লিশ টাকা-বাস, লরি খুব শীঘ্রই এই ভাড়া লাগু হতে চলেছে বলে খবর।
পুরসভা এক বিবৃতিতে জানাচ্ছে,এই ফি বৃদ্ধির ফলে খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা গাড়ি নিয়ে বেরোবেন না বলে আমাদের আশা। এতে কিছুটা হলেও দূষণ নিয়ন্ত্রণ হবে।বেশী গাড়ি বেরোন মানে বেশী দূষণ। এখন দেখা যাক বাস্তবে কি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.