দৌলতপুর খেয়াঘাট পার্শ্ববর্তী লঞ্চঘাটে স্থানান্তরের দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা শহর থেকে ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন এক দ্বীপাঞ্চল দিঘলিয়ার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি দৌলতপুর খেয়াঘাট পার্শ্ববর্তী লঞ্চঘাটে স্থানান্তরের। এ গণদাবির পক্ষে ভুক্তভোগী জনগণের ব্যানারে দিঘলিয়া উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে চলতি মাস থেকে আন্দোলন শুরু করে। গণদাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

পাশাপাশি চলেছে খেয়াঘাটটি স্থানান্তরের যৌক্তিকতা মানুষের কাছে তুলে ধরা। দীঘল দ্বীপের হাজার হাজার ভুক্তভোগী মানুষ এই যৌক্তিক দাবির পক্ষে স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। দিঘলিয়ার মানুষের এ গণদাবীর সাথে একত্বতা প্রকাশ ও সমর্থন জুগিয়েছেন দিঘলিয়ার রাজনৈতিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।
ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে রবিবার (৩০ জুলাই) দৌলতপুর খেয়াঘাট পার্শ্ববর্তী লঞ্চঘাটে স্থানান্তর কমিটির উদ্যোগে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম (যুগ্ম সচিব) ‘র নিকট স্মারকলিপি এবং গণস্বাক্ষরের অনুলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য ও সাবেক সেনহাটী ইউপি চেয়ারম্যান ফারহানা হালিম, আলোর মিছিলের উপদেষ্টা সৈয়দ শাহজাহান আলী, সৈয়দ সেকেন্দার আলী, ডাঃ হাফিজুর রহমান, ঘাট স্থানান্তর কমিটির আহবায়ক সাংবাদিক শেখ রবিউল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক ও আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, ব্রক্ষগাতী ব্লাড লাইনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, পরিচ্ছন্ন দিঘলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রিয়াজ, সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, দিঘলিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন বাবু, দিঘলিয়া উন্নয়ন সংস্থার রাতুল হোসেন, আন্দোলন কমিটির সদস্য আসমা আক্তার রুমা, নাজনীন আক্তার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.