দৌলতপুরে অগ্নিকান্ডে ১০ জন পানচাষীর পানবরজ পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ড ঘটে ১৪ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে পানবরজে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে ১০জন পানচাষীর ১৫০০ পিলে পানবরজ পুড়ে ভস্মীভূত হয়েছে।
এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ পানচাষীরা।
স্থা:নীয় সূত্রে জানা গেছে, জয়রামপুর গ্রামে পনবরজে আগুন লেগে পানচাষী রুবেল ইসলাম, মানারুল ইসলাম, আজের উদ্দিন, হবিবুর রহমান, বাবু, কোরবান আলী, ভাদু, ইংরাজুল সহ অন্তত ১০ জন পানচাষীর পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভেড়ামরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানাতে পারেনি।
ক্ষতিগ্রস্থ পান চাষী রুবেল ইসলাম বিটিসি নিউজকে জানান, ‘আমার গচ্ছিত সব সঞ্চয় দিয়ে এই পান বরজ করেছিলাম, এখন সব পুড়ে ছাই হয়ে গেল, আমার আর কিছুই থাকলো না’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা বিটিসি নিউজকে জানান, জয়রামপুর গ্রামের পানবরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.