বিটিসি স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর দুই লেগেই পিএসজি যে দুর্দান্ত ফুটবল খেলেছে, তাতে তারাই জয় প্রাপ্য। তবে প্রথম লেগে ভাগ্যের কারণে গোল পেয়ে যাওয়া লিভারপুল এবার ঘরের মাঠে ঠিকই হেরে গেল।
তবুও খেলা মীমাংসিত হয়নি। অবশেষে টাইব্রেকারে জিয়ানলুইজি দোন্নারুম্মার বীরত্বে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লুইস এনরিকের শিষ্যরা।
মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রথম লেগে ১-০ গোলে পরাজিত পিএসজি এখানে জিতল একই ব্যবধানে। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে বাজিমাত করল ফরাসি চ্যাম্পিয়নরা।
দ্বাদশ মিনিটে মাঝমাঠে বল পেয়ে উসমান দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা।
ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি, উল্টো আলিসনের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড।
তবে ১২০ মিনিটের লড়াই শেষে সব আলো নিজের দিকে টেনে নিলেন দোন্নারুম্মা।
টাইব্রেকারে পিএসজির চার জন শট নিয়ে জালের দেখা পেলেন সবাই, বিপরীতে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দলকে উৎসবের উপলক্ষ এনে দিলেন দোন্নারুম্মা।
এর আগে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙেছিলেন দোন্নারুম্মা। এবার ইতালিয়ান গোলরক্ষক হতাশায় ডোবালেন এই ইংলিশ ক্লাবকে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.