বিটিসি বিনোদন ডেস্ক: ‘ব্ল্যাক ডায়মন্ড’-খ্যাত নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বহুদিন ধরে এই শিল্পী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শনিবার (২৪ আগস্ট) ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে জানা গেল শিগগিরই দেশে ফিরছেন তিনি।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিগত সরকারের শাসনামলের প্রথম থেকেই বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল।
জানা যায়, ৩১ আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরন্টোর বার্চমাউন্ট পার্কে। সেখানে ষষ্ঠ সম্মিলিত বাংলামেলায় গাইবেন। এই উদ্দেশে দুই-তিনদিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন বেবী নাজনীন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও বিএনপির সব রাজনৈতিক কার্যক্রমে বেশ সক্রিয় ছিলেন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা জানিয়েছে তার পরিবার।
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা।
আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.