দেশে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনের তাগিদ শিল্পমন্ত্রীর

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দেশেই অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশে ফায়ার সেইফটি খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, দেশে বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অগ্নি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে অগ্নি নির্বাপক ও নিরাপত্তা সামগ্রীর বাজার। এমন পরিস্থিতিতে, আমদানি নির্ভরতা হ্রাস এবং স্থানীয় বাজারে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধিতে দেশে এ খাতের শিল্প স্থাপন করুন। এ বিষয় শিল্পমন্ত্রণালয় এবং সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর ন্যায় ফায়ার সেইফটি খাতের জন্য পৃথক শিল্প নগরী স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উদ্যোক্তারা।
সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেণ এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনো অগ্নি নিরাপত্তা এখন অত্যান্ত গুরুত্বপূর্ণ। গুণগত মানের ফায়ার সেইফটি সামগ্রী প্রাপ্যতা নিশ্চিতে দেশে এ শিল্পের কারখানা স্থাপনের বিকল্প নেই।
স্থানীয় বাজারের পাশাপাশি এ খাতের রপ্তানি সম্ভাবনার কথাও তুলেও ধরেন আমিন হেলালী। ফায়ার সেইফটি শিল্পের উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনে এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডাট অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, ইসাবের সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক মো. নিয়াজ আলী চিশতি, ইসাবের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন খান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.