রংপুর প্রতিনিধি: “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান” শীর্ষ প্রকল্পের আওতায় রংপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর সৌজন্যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি’র শহীদ আবু সাঈদ চত্ত্বরে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের কার্যলয়ে ৫০ জন কর্মপ্রত্যাশীদের “ফ্রিল্যান্সিং কর্মসংস্থান” শীর্ষ প্রকল্পের প্রথম ব্যাচের সনদ বিতরণ করা হয়
সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুল ফারুকের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোস্তাক জাহির।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক, আব্দুল হামিদ খান এবং ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্মে কাজ করে ই আর্নিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং আগামীতে আরো বিশেষ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে যুব ও ক্রিড়া মন্ত্রণালয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.