BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল, কেন বললেন মৌসুমী হামিদ

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল, কেন বললেন মৌসুমী হামিদ

বিটিসি বিনোদন ডেস্ক: অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক, ওটিটি ও সিনেমা-সব মাধ্যমে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবনের হাসি-আনন্দ, সুখ-দুঃখ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি আজ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা।

পোস্টে মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তার লেখা শেষের বাক্যের বিষয়ে অনেকেই জানাতে চেয়েছেন কী ঘটেছিল তার চাচার সঙ্গে। যদিও বিষয়টি পরিস্কার করেননি অভিনেত্রী।

এদিকে অভিনেত্রী মৌসুমীর ওই পোস্টে অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ