দেশব্যাপী নারীদের নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ দেশব্যাপী নারীদের নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসৃচি পালন করেছে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজের মৃল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসৃচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংড়া গোল-ই- আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডভোকেট শামিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদল আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব শ্রী উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ প্রমৃখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.