দেবীগঞ্জ পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর এলাকার এলএসডি মোড়ে পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বলছে এখানে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে প্রকৌশলী বিল উত্তোলন করেছে ১৫ লাখ টাকারও বেশী। এছাড়াও এই কর্মকর্তার বিরুদ্ধে তথ্য দিতে অসহযোগিতার অভিযোগ রয়েছে একাধিক।
স্থানীয়দের অভিযোগ,২০২০ সালে প্রকৌশলী সাখাওয়াদ আলী দেবীগঞ্জ পৌরসভায় যোগদান করেন। তারপর থেকে তিনি সহকারী প্রকৌশল ও পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে। পৌরসভার মেয়র আওয়ামীলীগের নেতা আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন প্রকল্প বা কাজের নামে লাখ লাখ টাকা আত্মাসাত করেন তারা।
জানা যায়, দেবীগঞ্জ পৌর এলাকার এলএসডি মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও পঞ্চাশ হাজার নারী পুরুষের উপকারের জন্য পাবলিক টয়লেট নির্মানে প্রকল্প নেয় পৌরসভা। স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে টেন্ডার আহবান করে। ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। ঠাকুরগাঁও রানীশংকৈল এলাকার মেসার্স ভাই ভাই ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে দেলয়ার হোসেন দেলু।
স্থানীয় হামিদার রহমান বলেন,এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি। তবে এখানে পাবলিক টয়লেট খুবই প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান হয়নি। তবে মসজিদের পিছনে জানাজা নামাযের জায়গায় একটা টয়লেট নির্মান হয়েছে। মসজিদের মুয়াজ্জিনের কাছে চাবি থাকে। জানাযা নামাজ হলে খুলে দেয়া হয়।
স্থানীয় সংবাদকর্মী সাইদুজ্জামান বলেন, পৌরসভার কয়েকবার তথ্য চেয়েছি। তথ্য প্রদানকারী কর্মকর্তা হয়েও বারবার ঘুরিয়েও ঠিকমতো তথ্য দিচ্ছেনা প্রকৌশলী।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দেলয়ার হোসেন দেলু বিটিসি নিউজকে বলেন, আমাদের জায়গা নির্ধারন করে দিয়েছে প্রকৌশলী। আমরা টয়লেট নির্মান করে পুরো বিল উত্তোলন করেছি।
দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী বিটিসি নিউজকে জানান, নির্ধারিত জায়গা না পাওয়ায়, জানাজা নামায়ের মাঠে নির্মাণ করা হয়েছে।ফাইনাল বিল এখনো দেওয়া হয়নি।আমরা পাবলিক টয়লেটটি ইজারা দেওয়ার চেষ্টা করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.