কুমিল্লা ব্যুরো: কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমির মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের পূর্ব পাশে বড়আলমপুর গ্রামের ফসলি জমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার ভোরে ফজরের নামাজের সময় ভিংলাবাড়ি মসজিদের পূর্ব পাশে ফসলি জমির মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। সিআইডির একটি টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.