দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: যমুনা, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন থেকে রক্ষায় জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ভাঙন কবলিত পোল্লাকান্দি মধ্য পাড়া এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ৫টি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মাহমুদ উন্নবী উজ্জল, সমাজ সেবক মুছা আলম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, শিক্ষক সাইফুল ইসলাম, গৃহিনী ফরিদা বেগম ও ছালিমন বেগম।
বক্তারা দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর গ্রাম থেকে ফারাজী পাড়া গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে এলাকবাসীকে রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.