বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী আড়ৎদার সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আলোচনা সভায় আলহাজ্ব সৈয়দ জামানের সঞ্চালনায় এবং সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমিতির সভাপতি শাহ্ কামালের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষক আবুল হাশেম, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ্ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান, চিথুলিয়া দিগর আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আবুল কালাম আজাদ।
ইফতার মাহফিলে প্রায় তিন হাজার রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পারস্পারিক সোহার্দ্য ও সহযোগিতার রমজানের পবিত্রতা ও পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইফতার ও দোয়া মাহফিলে বক্তাগণ ভবিষ্যতে এমন আরো আয়োজনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.