দৃষ্টান্তের দিশারী ঔপন্যাসিক শ্রী হেমন্ত সরখেলের “অপরিচিত”
কলকাতা) প্রতিনিধি: সাহিত্য প্রেমী মানুষ সব সময় ভালো বইয়ের সন্ধানে থাকেন ৷ সাহিত্যের রসদ মানুষকে আবেগে ভাসায় ৷ জীবন বোধকে নাড়া দিয়ে যায় ৷ উত্তরণের পথে নিয়ে যায় ৷ একে একে সম্মুখস্ত আলোর পথগুলো খুলে দেয় ৷
সম্পর্কগুলোকে বাঁধে ৷ আরও উজ্জ্বল করে ৷ হৃদয়ে হৃদয়ে ভালোবাসা অনুরণিত হয় ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.