বিটিসি স্পোর্টস ডেস্ক: স্কোয়াডের শক্তির বিচারে প্রতিপক্ষকে আগে থেকেই এগিয়ে রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়ে পার্থক্যটা যেন আরও ফুটে উঠল আক্রমণভাগে, বিশেষ করে ফিনিশিংয়ের সক্ষমতায়। সেখানে শতভাগ সাফল্যে প্রতিপক্ষকে একরকম উড়িয়েই দিল লিভারপুল।
আক্রমণে আধিপত্য করলেও গোলের জন্য খুব বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের সমান তিনটি শট লক্ষ্যে রাখতে পারে তারা, তবে তিনটিতেই জালের দেখা পায় দলটি। সেখানে ইউনাইটেড সফল হতে পারেনি একবারও।
ম্যাচের শুরুতেই ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড জালে বল পাঠালে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে লিভারপুল। গোললাইন প্রযুক্তিতে আসা তাদের সেই আনন্দ স্থায়ী হয়নি; আরেক প্রযুক্তি ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি, সালাহ ছিলেন অফসাইডে।
ছন্দ খুঁজে ফেরা ইউনাইটেড ৩৫তম মিনিটে নিজেদের ভুলে ঠিকই পিছিয়ে পড়ে। মাঝমাঠে কাসেমিরোর ভুলে বল ধরে ফের আক্রমণে ওঠে লিভারপুল। সতীর্থের পাস ধরে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে দূরের পোস্টে ক্রস বাড়ান সালাহ, আর দারুণ হেডে গোলটি করেন দিয়াস।
ইউনাইটেড এই অর্ধে তাদের একমাত্র পরিষ্কার সুযোগ পায় ৩৯তম মিনিটে। বক্সের মুখ থেকে নিচু শট নেন মরক্কোর ডিফেন্ডার নুসেইর মাজরাউয়ি, বল ভার্জিল ফন ডাইকের দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়াতে যাচ্ছিল। বলের গতি-প্রকৃতি বুঝতে একটু দেরি হলেও, শেষমুহূর্তে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন।
সাত মিনিট পর আরেকটি দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। অ্যাসিস্টের ভূমিকায় আবারও সালাহ। মিশরের স্ট্রাইকারের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় শট রাখতে পারে ইউনাইটেড। এবার ডাচ স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজির কোনাকুনি শট ঝাঁপিয়ে রুখে দেন আলিসন।
চার মিনিট পরই ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন সালাহ। দমিনিক সোবোসলাইয়ের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন তিনি।
এবারের লিগে তিন ম্যাচেই একটি করে গোল করলেন সালাহ।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এই নিয়ে সরাসরি ১৮ গোলে অবদান (১২ গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখলেন সালাহ।
পরের তিন মিনিটে আরও দুবার সুবর্ণ সুযোগ পান সালাহ। তার ওই দুটি শটই অবশ্য একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর কাছ থেকে হেডে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পান জির্কজি, আলিসনের দারুণ সেভে এবারও হতাশ হতে হয় তাকে।
বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি ইউনাইটেড। ম্যাচ শেষের আগেভাগেই দলটির কিছু সমর্থককে হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়।
আসরে এই নিয়ে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
জয় দিয়ে আসর শুরুর পর ইউনাইটেড হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.