দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা নগরীর ৭১টি মণ্ডপে প্রায় সাত লাখ টাকা বিতরণ

খুলনা ব্যুরো: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (১ অক্টোবর)  দুপুরে নগরভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক  মোঃ হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নগরীর ৭১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয় লাখ ৩৫ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.