নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদ সহ ১ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
আজ বুধবার (০৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ভরতপুর এলাকা থেকে ১৬২বোতল মদসহ আশিক মিয়া (২২) কে গ্রেপ্তার করা হয়। এ-সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের মুস্তফা কামালের ছেলে এ বিষয়ে ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বিটিসি নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৬২ বোতল মদসহ ১ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে এ-সময় তার সহযোগী একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.