বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় মুখোমুখি হয়েছিল স্পেনের রাজধানী মাদ্রিদের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। নগর ডার্বিতে জিততে পারেনি কেউ। ১-১ এ সমতায় শেষ হয়েছে ম্যাচটি। দুই মাদ্রিদের ড্রতে লাভ হয়েছে বার্সেলোনার।
এই ড্রয়ের পরও লা লিগার টেবিলে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো। অন্যদিকে মাদ্রিদ ডার্বি ড্রয়ের ফলে সবচেয়ে লাভবান বার্সা। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে কাতালানরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ৩৫ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পায় অ্যাতলেটিকো। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজে। পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে বিরতির পরই সমতায় ফেরে লস ব্লাঙ্কোরা। ম্যাচের ৫০ মিনিটে গোল করে দলকে সমতা এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর গোলের একাধিক সুযোগ পায় দু’দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ এ সমতায় থেকে মাঠ ছাড়ে রিয়াল-অ্যাতলেটিকো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.