দুই বছরের ফুটফুটে শিশুটিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সময় দুই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফুটিফুটে শিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব। হামলায় মেয়েটির অন্তঃসত্ত্বা মাও সামান্য আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে জেনিন শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মুথালাথ আশ-শুহাদা গ্রামে ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছে লায়লা। পৃথক আরেক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সেখানে আহত হয়ে আরেক ফিলিস্তিনি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বিশেষ বাহিনী ওই দিন সন্ধ্যার দিকে জোরপূর্বক গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘিরে ফেলে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ঘটনাটি তদন্ত করছে। ফিলিস্তিনি যোদ্ধাদের উপস্থিতির খবর পাওয়ার পর সেনারা একটি ভবনের দিকে গুলি চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে জেনিনে একাধিক হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র একদিন পর সেখানে অভিযান শুরু করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি শুরু হওয়া জেনিন ও এর আশপাশের শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন আহত হয়েছে এবং হাজার হাজার লোক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
প্রাণহানির পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সড়কগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়াসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.