দুই নারীকে পররাষ্ট্র ও প্রতিরক্ষার নেতৃত্বে আনলেন কিশিদা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীতে পরিবর্তন এনেছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) পুরনোদের সরিয়ে নতুন দুজনকে মন্ত্রিসভায় এনেছেন তিনি। আর এই দুজনই নারী।
ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, ইয়োশিমাসা হায়াশিকে সরিয়ে ৭০ বছর বয়সী ইয়োকো কামিকাওয়াকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। সাবেক বিচারমন্ত্রী কামিকাওয়াসহ জাপানের মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা দাঁড়াল মোট পাঁচজনে। জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনু এ তথ্য জানিয়েছেন।
জাপানে ১৯৯৫ সালে পাতাল রেলে সারিন গ্যাস হামলাকারী ‘ওম শিনরিকিও’ নামে একটি গোষ্ঠীর নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল পাঁচ বছর আগে। ওই সময় কামিকাওয়া বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, ইয়াসুকাজু হামাদাকে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বসানো হয়েছে ৫৪ বছর বয়সী নারী মিনওরো খিয়ারাকে। আগে সংসদীয় প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই নারী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.