দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ হবে সংস্কার কমিশন

ঢাকা প্রতিনিধি: সংস্কার কমিশনগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার (০২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ছয়টি কমিশনের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কার্যাবলী নির্ধারণ করা হয়েছে। কমিশন প্রধানরা কাজও শুরু করেছেন। তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের মেম্বার হবেন, সেক্ষেত্রে তাদের সম্মতি লাগে। এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে।
গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ছয়টি কমিশন গঠন করার কথা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে।
পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব সফর রাজ হোসেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মূয়ীদ চৌধুরী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান হয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা- সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিলো আইনজীবী শাহদীন মালিককে। নাম ঘোষণার ১০ দিন পর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজকে।
এসব কমিশন কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে সরকার। শনিবার থেকে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
কোন কোন দলকে সংরাপের আমন্ত্রণ জানানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবে। আমি যতটুকু জেনেছি যে প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।
পার্বত্য অঞ্চলে উত্তেজনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি না সিএইচটিতে (চট্টগ্রাম পার্বত্য অঞ্চল) অস্থিতিশীল পরিস্থিতি। বাঙালি একজন টিচারকে পিটিয়ে মারা হয়েছে। সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আজ (বুধবার) পরিস্থিতি অনেকটা বেটার। খাগড়াছড়িতে হয়েছে। বাকি সিএইচটি অনেক বড়। এখানে রাঙ্গামাটি জেলা আছে, বান্দরবান জেলা আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.