দীঘিনালায় ঘুমের মধ্যে বজ্রাঘাতে প্রাণ হারালেন মা-ছেলে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রাঘাতে বাড়িতে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর ৫টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান লাকী আক্তার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
নিহতরা হলেন, দীঘিনালার মধ্যবেতছড়ির পরিবহন শ্রমিক ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তাদের ৮ বছরের ছেলে মো. হানিফ মিয়া। স্থানীয়রা জানায়, ভোর রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে আগুন লেগে যায়। এ সময় ঘরের ভেতর থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চেয়ারম্যান লাকী আক্তার জানান, ভোর রাতে বজ্রাঘাতে বাড়ির চালে আগুন লেগে মা ও ছেলে পুড়ে মারা গেছে। নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক সহযোগিতা দেয়া হবেও বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.