দিনাজপুরে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদের ১২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ওবায়দুল হক, একই গ্রামের সরেমদ্দিনের দুই ছেলে জাকিরুল ইসলাম ও আমিরুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ মার্চ তৎকালীন রংপুর র‌্যাব-৫-এর একটি দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের ওবায়দুল হকের বাড়ি থেকে ১৫০ বোতল, জাকিরুলের বাড়ি থেকে ৮১ বোতল ও আমিরুলের বাড়ি থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে র‌্যাবের এসআই খন্দকার হেলাল উদ্দিন গ্রেফতার আসামিদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক শ্যামসুন্দর রায় এই আদেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.