দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ১

 

রংপুর ব্যুরো: গতকাল রোববার দিনগত রাতে দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় পুলক চন্দ্র দাস মানিক (৩০) নামে একজন নিহত হয়েছেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলক পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চৌমহনী এলাকার বুকুল চন্দ্র দাসের ছেলে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি.এম শামসুর নুর বিটিসি নিউজ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, পুলক সাইকেলযোগে নিজ বাড়ি যাওয়ার পথে দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রিজের সামনে রংপুরগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইট দিতে গেলে পুলককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.