দিনাজপুরপ্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টায় কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।
পুলিশ জানায়, ধান বোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এতে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের কেবিন পুড়ে যায়।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.