দিনাজপুরে কেন্দ্রীয় কমিটি অনুমোদিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দিনাজপুর প্রতিনিধি: “মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই আদর্শকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটি অনুমোদিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-জেলা শাখার সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
১২ জুন ২০২৪ বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-জেলা শাখার সহ-সভাপতি জেহের উদ্দিন সুমন, সহ-সভাপতি মো: লুৎফর রহমান, সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি পারুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদ রুপম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ খাইরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক বিথি রুহানা, দপ্তর সম্পাদক কুমুদ রঞ্জন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী সুমন, সদস্য সাহেদ আলী বাবু, সদস্য তোফাজ্জল হোসেন, সদস্য শরিফুল ইসলাম ও সদস্য আনোয়ার হোসেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী এক (১) বছরের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, দিনাজপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন প্রদান করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.