দিনাজপুরে এফপিএবি’র আয়োজনে হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান


দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এফপিএবি’র এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান।
২৭ নভেম্বর, ২০২৩ সোমবার সকাল ১১টায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক এর প্রতিনিধি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম এর প্রাণবন্ত সঞ্চালনায় হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এফপিএবি’র এ্যামেরিটাস সভাপতি আব্দুস সামাদ, জেলা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, সহকারী জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে ১২ জন গর্ভবতী মায়েদের ২০০০/- (দুই হাজার) টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. মোঃ আব্দুল করিম বলেন – এফপিএবি-দিনাজপুর শাখায় এখন স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরী রয়েছে।
এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম সহ বায়োকেমিস্ট্রি ও হেমোটোলোজিক্যাল সহ সকল পরীক্ষা আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। নরমাল ডেলিভারী ও সিজারিয়ান সেকশন কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও হটলাইনের স্বাস্থ্য সেবা পরামর্শ, অ্যাম্বুলেন্স সেবা, সুন্নতে খতনা, নাক-কান ফুড়ান, প্রজনন স্বাস্থ্য সেবা সহ স্বল্পমূল্যে মেডিকেল অফিসারের সেবা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.