দিনাজপুরে (আরএইচস্টেপ) এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস, ট্রেনিং ‌অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় মাসিক নিয়মিতকরণের গুরুত্ব বিষয়ক নেটওয়ার্কিং সভা।
২৮ নভেম্বর, ২০২৩ মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ আব্দুল জব্বার কনফারেন্স রুমে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ও আরএইচস্টেপ এর প্রজেক্ট এডভাইজার ডাঃ মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর ডাক্তারবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সভার কার্যক্রম শুরু করা হয়।
আরএইচস্টেপ-ঢাকা সেন্ট্রাল অফিসের এসিস্ট্যান্ট ম্যানেজার (রিসার্চ) তিথী রানী সরকার এর প্রানবন্ত সঞ্চালনায় নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর আরএমও ও আরএইচস্টেপ এর টেকনিক্যাল এডভাইজার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি), এফপিএবি-দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম ও আরএইচস্টেপ এর হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা কাজী মুশফিকুল ইসলাম।
আরএইচস্টেপ কার্যক্রমের উপর গঠনমূলক এবং সমাপনী বক্তব্য রাখেন আরএইচস্টেপ এর কনসালটেন্ট (প্রোগ্রাম) মো. মাসুদুল হক।
এছাড়াও আরএইচস্টেপ কার্যক্রম এর উপর প্রজেক্টরের মাধ্যমে বিশদভাবে আলোচনা করেন আরএইচস্টেপ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) ডা. এলভিনা মোস্তারী।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ আফরোজা মোসাম্মৎ ইয়াসমিন, গাইনি আউটডোর (এমও) ডাঃ শেখ ফারজানা শিরিন, গাইনি আউটডোর (এমও) ডাঃ মাহাবুবা সরকার বাবলী, রেসিডেন্ট সার্জন (গাইনি) ডাঃ তাসনিন ফেরদৌস, এসিস্টেন্ট রেসিডেন্ট সার্জন ডাঃ নুসরাত শারমিন, সোনোলজিস্ট (ফেমল) ডাঃ বীনা আহমেদ, এমও (গাইনি) ডাঃ ফারজানা আহাদ, এসিস্টেন্ট রেজিস্টার (গাইনি) ডাঃ আইরিন সুলতানা, সিনিয়র নার্স (গাইনি) এন্টনি টুডু ও মেরি স্টপ এর ম্যানেজার সুদীপ্ত কুমার বসাক প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.