দিনাজপুর প্রতিনিধি: অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অম্বিকা’র কার্যনির্বাহী পরিষদের সাহিত্য ও সাংবাদিকতা এবং সাংগঠনিক বিষয়ক মাসিক আলোচনা।
১০ ফেব্রুয়ারি, ২০২৪ শনিবার বিকেল ৪টায় “রূপালয়” ১৬৮, চাউলিয়াপট্টি, দিনাজপুরস্থ অম্বিকা কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. ফাহিম-উন-নবী এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।
অম্বিকার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা)’র প্রাণবন্ত সঞ্চালনায় সাহিত্য ও সাংবাদিকতা এবং সাংগঠনিক বিষয়ক মাসিক আলোচনায় অংশগ্রহণ করেন সহ সাধারণ সম্পাদক মোছাঃ রুখসানা, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মনি, কার্যনির্বাহী সদস্য মায়মুনাহ্ মৌলি, কার্যনির্বাহী সদস্য সবিতা রানী রায় ও কার্যনির্বাহী সদস্য ফাতেমা বেগম।
আলোচনা শেষে সভার সভাপতি কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.