দিঘলিয়া উপজেলা যুবলীগনেতা আমজাদ মোল্লা গ্রেপ্তার

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা (৪৪) কে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আমজাদ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মরহুম আব্দুল হক মোল্লার পুত্র।
তার বিরুদ্ধে ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়ার নগরঘাট ফেরি ঘাট সংলগ্ন এলাকায় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা মোঃ সোহেল পারভেজ কাকনের দায়েরকৃত রাজনৈতিক মামলার ৩২ নং এজাহারভুক্ত আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সূত্র থেকে জানা যায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটা আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানার নিউমার্কেট এলাকা থেকে আমজাদ মোল্লাকে গ্রেফতার করে। ১৫ মে সকাল ১০ টায় তাকে খালিশপুর মেট্রো থানার ১৪/০৮/২০২৪ তারিখের ২ নং মামলায় গ্রেফতার দেখিয়ে খুলনা চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
খালিশপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে উক্ত মামলায় চালান করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.