দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর বিদায় অনুষ্ঠান

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি দিঘলিয়া উপজেলার মানবিক নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর মানবিক কাজসহ সকল এ উপজেলার সংক্ষিপ্ত কর্মময় কালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম, জিএম আকরাম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সৈয়দ শাহজাহান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাতুল হোসেন, পরিচ্ছন্ন দিঘলিয়ার মুফতি ইয়াকুব আলী, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংকের প্রসেনজিৎ বিশ্বাস, ব্রহ্মগাতী ব্লাড লাইনের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, দিঘলিয়া প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রফিকুল ইসলাম সরাফাত প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.