দিঘলিয়ার সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা লুটপাট ও ভাঙ্গচুর শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি অপরাধীদের
বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত বাংলাদেশের সূর্য সন্তানদের সম্পদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটিতে দুর্বৃত্তদের হামলা লুটপাট ও ভাঙ্গচুর হয়েছে। হামলার এক মাসেরও অধিক সময় পার হলেও কোনো অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং লুটপাট হওয়া মালামাল উদ্ধারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.