দিঘলিয়ায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব পালিত

বিশেষ (খুলনা) প্রতিনিধি: ‘নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি-২০২৫) দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাবু প্রদীপ কুমার মজুমদার, মিসেস লিপি আক্তার, আমিনুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
পিঠা মেলায় ২১টি স্টল হয়। প্রায় ৩৫ থেকে ৪০ প্রকার পিঠা দেখা যায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আকর্ষণীয় মেলার স্টলগুলোতে।
সেনহাটি আইডিয়াল কেজি স্কুলের শিউলি আক্তার বলেন আমরা ১০,০০০ টাকার পিঠা বিক্রি করব এটাই আমাদের টার্গেট, সকাল ৮ থেকে সকাল ১১ টা পর্যন্ত ৩৫০০ টাকার পিঠা বিক্রয় করেছি।
প্রধান অতিথি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা রসে ভেজা চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, কুলি পিঠাসহ বিভিন্ন ধরণের পিঠা থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা বাঙালি। আমাদের বাংলার সংস্কৃতির ভেতরে থাকতে হবে এই আহ্বান রাখেন সকল পিঠা প্রেমির প্রতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.