বিশেষ (খুলনা) প্রতিনিধি: রবিবার (২৬ নভেম্বর) খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল কর্তৃক দিঘলিয়া উপজেলা গ্রান্ট প্রাপ্ত গলদা ক্লাস্টার পরিদর্শন ও নমুনয়ন করা হয়।
এ সময় সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ফুলতলা রণজিৎ কুমার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম এবং মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।
এসময় দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাস্টার চাষিগণ উপস্থিত ছিলেন। চিংড়ির মোট উৎপাদন এবং গড় বৃদ্ধি সন্তোষজনক (৩০-৪০/কেজি)। জেলা মৎস্য অফিসার এ সময় চাষিগণকে আংশিক আহরণ শুরু করার পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.