দিঘলিয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা মিতালী সংঘ মাঠে মিতালী সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় খুলনা নগরীর দৌলতপুর থানার দেয়ানা বাগানবাড়ি ক্লাব একাদশ চ্যাম্পিয়ান ও দিঘলিয়া উপজেলার পথেরবাজার ক্লাব একাদশ রানারআপ হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরমাইশখানা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সাবেক ব্যাংকার ফরমাইশখানা মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোল্যা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, মোল্যা নাজমুল হক, বিশিষ্ট পাট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা শরীফ খশরুজ্জামানের সুযোগ্য পুত্র মোঃ সাদিউজ্জামান সাদী, জামায়াত নেতা খান গোলাম রসুল, বিশিষ্ট সমাজ সেবক নাসিমুল গনি নাছিম, বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মাকসুদুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক দিঘলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোল্লা হারুন অর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক মামুন তালুকদার, মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবদার শেখ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ জহুরুল হক আকন্দ, মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মুজিবর রহমান, খান শাহজাহান, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম, আঃ কাদের জনি, মোল্যা রাকিব হোসেন, মোল্লা লোকমান হোসেন, খান আঃ কুদ্দুস, জি এম আলী আবদার রাজু, গাজী আশরাফ হোসেন লিপু, সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবী, জাকারিয়া হোসেন লিপু, শোয়েব, তানিম, রাজন, আলভি, নয়ন প্রমুখ।
খেলায় রেফারী ছিলেন মোঃ পারভেজ আলম, মোঃ রুমেল বায়জিদ ও মোঃ তালুকদার তকদির হোসেন। ধারাভাষ্যে ছিলেন আব্দুল আলীম। অনুষ্ঠানে মিতালী সংঘের সাবেক নেতৃত্বগণদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট, রানার্সআপ ও চ্যাম্পিয়ানদের হাতে পুরষ্কার তুলে দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.