বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের তিন রাস্তা মোড় এলাকা থেকে ভুয়া দলিল, অবৈধ কাগজপত্র, নকল সীলমোহরসহ বিপুল সংখ্যক কাগজপত্রসহ দুই প্রতারককে আটক করেছে দিঘলিয়া বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট ও দিঘলিয়া থানা পুলিশ।
বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সোয়া ১ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন (পি নং ২২০৩) এবং দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের তিন রাস্তার মোড়ের তুরজাউন টেলিকম এ্যান্ড স্টুডিওতে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিলসহ এ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তৈরির ২ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
উক্ত অভিযানে আটককৃত দুই প্রতারক চক্রের সদস্য হলো, (১) আশিকুজ্জামান রিংকু, পিতাঃ জহুর গাজী, গ্রাম লাখোহাটি, ২নং ব্যারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা এবং (২) তুরজাউন শেখ, পিতাঃ আকরাম শেখ গ্রামঃ লাখোহাটী, ২নং ব্যারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা।
এ সময় তাদের নিকট হতে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের, দলিল পর্চা, মিউটিশনের কাগজপত্র, সীল, জাল স্বাক্ষরসহ একগাদা কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিনিসপত্র হলোঃ (১) ভূয়া দলিল ২৭৩টি (আনুমানিক), (২)ভূয়া পর্চা/খতিয়ান ৩,৫০০-৪,০০০টি (আনুমানিক), (৩) সীল ১২টি, (৪)দাখিলা ৭২২টি, (৫) মাঠ পর্চা – ২২টি, (৬) মৌজা ম্যাপ ৪৩টি, (৭)এনআইডি কার্ড ৬টি, (৮) দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, (৯) হার্ডডিস্ক – ০১টি, (১০) কম্পিউটার ২টি, (১১) প্রিন্টার ১টি, (১২) সিসি ক্যামেরা ১টি, (১৩) মোবাইল ৩টি, (১৪) পেনড্রাইভ ২টি, (১৫) সিম কার্ড ৪টি, (১৬) লেমিনেটিং মেশিন ১টি, (১৭)আইডি কার্ড তৈরির পেপার ৪রীম, (১৮) মূল ম্যাপ ২০টি ও (১৯) ভিসা কার্ড ১টি।
উল্লেখ্য, আসামিদের ভাষ্যমতে দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ঘটনায় উপস্থিত গ্রামবাসীর সকলকে যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়।
পরবর্তীতে বিকাল সাড়ে ৫ টায় উক্ত জব্দকৃত মালামালসহ আটক আসামীদ্বয়কে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.