দিঘলিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনিরুজ্জান মন্টু বিএনপি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী 

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব বিশ্বাসী। এ দলটি এদেশের মানুষের সুখ দুঃখের কথা বলে। এদলটি এ দেশের ও দেশের মানুষের বাক স্বাধীনতা ও গনতন্ত্রের অতন্ত্র প্রহরী। তাইতো বিএনপি একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে।
১৯৭৮ সালে দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে দলটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে।
তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গনতন্ত্রে বিশ্বাসী, বাংলার মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় দল হিসাবে গ্রহনযোগ্যতা পেয়েছে। বিএনপি কখনো গনতান্ত্রিক আন্দোলনে আপোষ করেনি।
তিনি বৈষম্যহীন, মানবিক, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বিকালে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।এর আগে সম্মেলনের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম,খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম,অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ ইকবাল হোসেন।
বারাকপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ ইমরান হোসেন। সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, অধ্যাপক সেখ মুনিবুর রহমান, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, মোল্লা সাজ্জাদ হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডঃ সেতারা বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি কাউন্সিলরদের ভোট গ্রহণ চলছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.