দিঘলিয়ায় তারেক রহমানের নির্দেশে দুঃস্হ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল এর পক্ষ থেকে ১৩টি মাদ্রাসার দুস্হ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সেনহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, ইউপি সদস্য আলেয়া পারভীন, শহিদুল মল্লিক প্রমূখ।
এ সময় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.