দিঘলিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ (খুলনা) প্রতিনিধি: “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী আজ ৬ অক্টোবর রবিবার জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।
তারই অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও আরো অনেকে অংশগ্রহণ করেন।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য অফিসার সাইদা খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.